ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লাপাং গ্রামের বজলু মিয়ার মেয়ে জমিলা খাতুন (৭০) ও হেনা বেগম (৬০)। দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানান ইউপি চেয়ারম্যান নুরু আজ্জম।

স্থানীয়রা জানায়, হেনা বেগমের স্বামী নুরু মিয়ার বাড়ি ওই ইউনিয়নের নবীপুর গ্রামে। আর জমিলা খাতুনের স্বামী আবু হাশেম মিয়া গ্রাম লাপাং গ্রামে। তারা বাবার বাড়িতে বেড়াতে যান। শবেবরাত উপলক্ষে নফল রোজা রাখার জন্য ভোররাতে সেহেরি খেতে ওঠেন হেনা বেগম। এরপর তিনি গ্যাসের চুলা ধরাতে চাবি অন করলেও চুলা জ্বলেনি। চাবি অন করেই তিনি বড় বোন জামিলাকে ডাকতে যান। পরে দুই বোন এসে গ্যাসের চুলায় ম্যাচের কাঠি দিয়ে আগুন ধারতে গেলেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। গ্যাস সিলিন্ডার বিস্টেম্ফারণে দুই বোনের শরীর ঝলসে যায়। তাদের সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

নবীনগর থানার এসআই আশরাফুল আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নেওয়ার পর জামিলা খাতুন মারা যান। আর ঢাকা নেওয়ার পথে মারা যান ছোট বোন হেনা বেগম।