- সারাদেশ
- বিদেশিদের ষড়যন্ত্রে আমরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছি: শামীম ওসমান
বিদেশিদের ষড়যন্ত্রে আমরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছি: শামীম ওসমান

একেএম শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, লজ্জাজনক হলেও সত্যি, বিদেশিদের ষড়যন্ত্রে আমরাই, বাংলাদেশিরাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছি। এখন যতই মায়াকান্না করি, গান গাই না কেন- সত্যিটা হচ্ছে, আমরাই খুনি।
বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নবনির্মিত ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এসব কথা বলেন।
তিনি বলেন, আগে খন্দকার মোশতাকরা ধীরে ধীরে তৈরি হতো, সংখ্যায় থাকত কম। এখন খন্দকার মোশতাক তৈরি হতে বেশি সময় লাগে না। এখন প্রতি জেলায়, এমনটি থানা পর্যায়ে খন্দকার মোশতাক তৈরি হয়ে আছে।
শামীম ওসমান বলেন, দেশকে এগিয়ে নিতে দুটি বিষয়ে আমাদের সবাইকে এক হতে হবে। এক পররাষ্ট্রনীতি, দুই আরেকটা অর্থনীতি।
ম্যুরাল উদ্বোধনের সময় বঙ্গবন্ধুকে নিয়ে ক্লাব সভাপতি আসিফ হাসানের স্ত্রী নীলা হাসানের লেখা একটি গান জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতার কণ্ঠে বাজানো হয়। এ সময় উপস্থিত অতিথিরা দাঁড়িয়ে বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানান। পরে উপস্থিত পুলিশ সুপার, র্যাব-১১-এর কর্মকর্তা ও ৬১ বিজিবির অধিনায়ক বঙ্গবন্ধুর ম্যুরালে স্যালুট জানান।
ক্লাবের সভাপতি আসিফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম, র্যাব-১১-এর উপ-অধিনায়ক একেএম মনিরুল ইসলাম, জেলা বারের সভাপতি হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ।
মন্তব্য করুন