চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরের বায়েজিদ বোস্তামি থানার বালুছড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের ধারণা, ওই নারী আত্মহত্যা করেছেন।

নিহত ঝিনুক রানী দে (৪০) ওই এলাকার মৃত বন্দন দে’র স্ত্রী।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে হস্তান্তর করা হয়।

নিহত নারীর ছেলে নিশান দে বলেন, কিছুদিন ধরে মা অস্বাভাবিক আচরণ করছিল। কোনো কারণ ছাড়াই সবার সঙ্গে রেগে যাচ্ছিল। মেজাজও ছিল খিটখিটে। আজকে দুপুরে বাসা থেকে বের হয়। বিকেলে পুলিশ খবর দিলে এসে দেখি মা ট্রেনে কাটা পড়েছে।