ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও রাজনৈতিক জীবন অসামান্য। তার এই গৌরবের ইতিহাস থেকে প্রতিটি শিশুর চারিত্রিক ভিত্তি গড়ে উঠুক, এটাই জাতীয় শিশু দিবসের মূল প্রতিপাদ্য বিষয়।

ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। বৃহস্পতিবার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এমপি শাওন বলেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেই বাংলাদেশ পৃথিবীতে শান্তির সংস্কৃতি সৃষ্টি করবে এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে এক দিন। বঙ্গবন্ধু কখনই অন্যায়ের সঙ্গে আপস করেননি, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পন্থার বাইরে রাজনীতি করেননি। তার পুরো রাজনৈতিক জীবনে অপরিপক্ক সিদ্ধান্ত নেননি। বাঙালিদের কোথায় যেতে হবে, কী করতে হবে, তার সবকিছুই তিনি ৭ মার্চের ভাষণে বলে দিয়েছিলেন। এ দিন শুধু স্বাধীনতার ঘোষণা দেননি। ২৫ মার্চ কালরাতে বাঙালিদের ওপর পাকিস্তানের হানাদার বাহিনীর আক্রমণের পরই তিনি ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলতব কুমার হাজরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমুখ।