নাটোরে জেলা কারাগারে মাদক মামলায় বন্দী এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই কয়েদি অসুস্থ হয়ে পরলে তাকে নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া ওই কয়েদির নাম ওসমান শেখ (৩৩)। তিনি নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া গ্রামের মৃত নুরু শেখের ছেলে। নাটোর জেলের কয়েদি নং ৬৯১২/৭।

নাটোর কারাগার সূত্রে জানা যায়, ১৪ মার্চ মাদক গ্রহণের অভিযোগে ভ্রাম্যমান আদালতে তার সাজা হয়। ওই দিন থেকেই ওসমান নাটোর জেলা কারাগারে কয়েদি হিসেবে বন্দী ছিলেন। গত রাত সোয়া আটটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

জেল সুপার আব্দুর রহিম জানান, কয়েদি ওসমান গণি হেরোইন সেবী ছিল। তাকে কারাগারে আনার পর থেকে নেশার জন্য ছটফট করছিল। এরই মধ্যে বৃহস্পতিবার সে স্ট্রোক করে। অসুস্থ অবস্থায় রাতে তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।