- সারাদেশ
- দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল গলিত মরদেহ
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল গলিত মরদেহ

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলেছে এক যুবকের গলিত মরদেহ। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে একটি বাড়ি থেকে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। যুবকের নাম মামুন আহমেদ (৩৫)।
জানা গেছে, বিকেলে তেঘরিয়া গ্রামের ‘মঈন ভিলা’র পাশে কয়েকজন শ্রমিক গাছ কাটছিলেন। এ সময় বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছিল। শ্রমিকেরা দুর্গন্ধ পেয়ে বাড়িটির দিকে এগিয়ে যান। এ সময় তারা নির্জন বাড়িটিতে লোকজনকে দেখতে না পেয়ে স্থানীয়দের জানান। পরে গ্রামের লোকজন খবর দেন পুলিশকে। পুলিশ এসে ভবনটির কক্ষ থেকে মামুন আহমেদের গলিত মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, তেঘরিয়া গ্রামের মৃত মকদ্দুছ মিয়ার ছেলে মামুন আহমেদ বাড়িটিতে একাই থাকতেন। তার মা যুক্তরাজ্যে বসবাস করেন। বড় ভাই সিলেটে বসবাস করেন। ৫ বছর আগে মামুন বিয়ে করলেও অনেক দিন আগে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) মির্জা সাফায়াত হোসেন বলেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা জানতে পুলিশ তদন্ত করছে।
মন্তব্য করুন