রংপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১০ জন।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মিঠাপুকুর শঠিবাড়ি পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহজাহান আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা থেকে মায়ের দোয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের দিকে যাচ্ছিলো। বাসটি শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মিঠাপুকুর শঠিবাড়ি পেট্রোল পাম্পের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ওসি আরও জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে একজন বাসের যাত্রী ও একজন ট্রাকের চালক কিংবা হেল্পার হবেন। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।