রাজশাহী অঞ্চলের বিডিবিও-সমকাল জীববিজ্ঞান উৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জাতীয় পতাকা উত্তোলন করে এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শহীদুল আলম, উদ্ভিদবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুব হাসান, জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক আবু রেজা, রাজশাহী জেলা শাখা সুহৃদ সমাবেশের সভাপতি ও রাজশাহী কলেজের অধ্যাপক হবিবুর রহমান, সমকালের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিব।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের রাজশাহী অঞ্চলের সভাপতি ও রাবি শিক্ষক অধ্যাপক হাবীবুর রহমান। এছাড়া প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের বিভাগের সভাপতি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এদিন অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলন করেন। প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জাতীয় পতাকা এবং সমকালের ব্যুরো প্রধান সৌরভ হাবিব সমকালের পতাকা উত্তোলন করেন।