- সারাদেশ
- দোয়া মাহফিলে বিদেশি গানের তালে শিক্ষক-শিক্ষার্থীদের নাচ
দোয়া মাহফিলে বিদেশি গানের তালে শিক্ষক-শিক্ষার্থীদের নাচ

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস কেন্দ্র করে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু এর ব্যতিক্রম ছিল ফরিদপুর সদর উপজেলার পদ্মার চর মাধ্যমিক বিদ্যালয়ে।
বিদ্যালয়টিতে ডিজে গান ও হিন্দি গানের তালে ছাত্র-ছাত্রীরা নাচ গান করে। বেশ কয়েকজন শিক্ষককেও তাদের সঙ্গে অংশ নিতে দেখা যায়। এই রকম একাধিক ভিডিও ফেসবুকে পোস্ট দেওয়া হলে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় জেলাজুড়ে ওঠে সমালোচনার ঝড়।
ফেসবুকে ভাইরাল হওয়া কয়েকটি ক্লিপে দেখা যায়, স্টেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসের আলোচনা সভার ব্যানার টাঙানো। স্টেজে একক, দ্বৈত ও দলগতভাবে নাচছেন ছাত্রীরা। সামনে নাচছেন ছাত্ররা। এ সময় স্টেজের ওপরে ও আশপাশে একাধিক শিক্ষককেও দেখা যায়।
এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. চুন্ন মিয়া বলেন, প্রথম অংশে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা নাচ গান করে। তিনি নিজেও শিক্ষার্থীদের এমন কাজে লজ্জিত বলে জানান।
জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল বলেন, আমাদের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথভাবে প্রোগ্রামটি পালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়। তারা সেটা করার পরে গিয়ে এমন করা উচিত হয়নি। আমাদের মন্দ বলে এমন কিছু আমাদের করা ঠিক নয়।
মন্তব্য করুন