- সারাদেশ
- টঙ্গীতে চা দোকানিকে কুপিয়ে হত্যা
টঙ্গীতে চা দোকানিকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি
গাজীপুরের টঙ্গীতে মাদক নিয়ে পূর্বশত্রুতার জেরে কুপিয়ে সোলাইমান (২২) নামে এক চা দোকানিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সজল ও সুজন নামে দুইজনকে টঙ্গীর নওগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সোলেমান ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পলাশীর আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় সোলাইমান তার নিজের চায়ের দোকানে বসা ছিল। এ সময় মাদকসংক্রান্ত বিরোধে সজল মিয়াসহ কয়েকজন ওই চা দোকানে এসে তার ওপর হামলা চলায়।
পরে তারা সোলাইমানকে কুপিয়ে গুরতর আহত করে চলে যান। স্থানীয়রা তাকে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সোলাইমানের মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত ও তথ্যপ্রযুক্তি সহযোগিতায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো তদন্ত চলমান আছে।
মন্তব্য করুন