রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থী মারা গেছে। নিহতরা হলো রাজশাহীর বড় কুঠি এলাকার সারিখের পুত্র নিরব (১৫) ও শাহীদের পুত্র শাহীন (১৫)। তারা দুজনই লোকনাথ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমেছিল এ দুইজন। হঠাৎ করে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।