- সারাদেশ
- একে একে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুজনের
একে একে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুজনের

আলমডাঙ্গা পৌর শহরের দাসপাড়ায় সেপটিক ট্যাংকে পড়ে রাজমিস্ত্রিসহ ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে আনন্দধাম দাসপাড়ার মন্দিররে পাশে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নামলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম দাসপাড়া হরিপদ দাসের ছেলে নিপেন দাস মন্দিরের সামনে বাড়ি নির্মাণ করছেন। নির্মাণকাজ করতে আসা কুষ্টিয়া জেলার কুমারখালি এলাকার আনসার প্রামাণিকের ছেলে রাজমিস্ত্রি শরিফুল সেপটিক ট্যাংকের সাটারিং খোলারও জন্য নামেন। তিনি সেপটিক ট্যাংকে নামার পর অসুস্থ হয়ে পড়েন।
এ সময় পাশের বাড়িতে থাকা পাবনা চাটমোহর রেলবাজার এলাকার রাজকুমার দাসের ছেলে সাগর কুমার দাস (১৫) রাজমিস্ত্রী শরিফুলকে উঠাতে যায়। ট্যাংকে নামার পর সাগরও ট্যাংকের মধ্যে পড়ে অসুস্থ হয়ে পড়েন।
পরে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা দুজনকে উদ্ধার করে দ্রুত উপজেলা আলমডাঙ্গা হারদী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন