পরিবারের আহাজারি আর হাজারো মানুষের ভালোবাসায় বিদায় নেওয়া ইউক্রেনে বাংলাদেশি পণ্যবাহী জাহাজে রকেট হামলায় নিহত প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের জন্য বাড়ির মসজিদে প্রার্থনা করা হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) জুমাবাদ হাদিসুরের বাড়ির মসজিদে শোকাহত বাবা আব্দুর রাজ্জাক, ভাই গোলাম মাওলানা প্রিন্স ও তরিকুল ইসলামসহ নিকটতম আত্মীয়স্বজনদের উপস্থিতে হাদিসের জন্য মিলাদ মাহফিল ও রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল করেন পরিচালনাকারী মসজিদের পেশ ইমাম মালানা আব্দুল হামীদ ভাসানী। এ সময় তার বয়ানে বলেন, ‘হাদিসুরের সহকর্মীদের ভাষ্যানুযায়ী তার ওপর হামলার আগে জাহাজে বসেই আসরের আজান দিয়ে নামাজ পড়েছিলেন তিনি। কে জানতো এটাই ছিলো তার জীবনের শেষ নামাজ। কিন্তু বাস্তবে তাই হয়েছে। জীবনের মৃত্যু অনিবার্য। সত্যটিকে ভুলে যাই আমরা।’

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাপরিচালক ক্যাপ্টেন আমীর মো. আবু সুফিয়ান বলেন, হাদিসুরের এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার দিন হাদিসুর নিজেই আসরের আজান দিয়ে নামাজ আদায় করে জাহাজের ছাদে উঠে পরিবারের সঙ্গে মোবাইলে কথা বলতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।

১৫ মার্চ মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে বরগুনার বেতাগীতে গ্রামের বাড়িতে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে হাদিসুরকে সমাহিত করা হয়। দাদা আতাহার উদ্দীন হাওলাদার এবং দাদি রোকেয়া বেগমের কবরের পাশেই তাদের আদরের নাতিকে সমাহিত করা হয়েছে।