কক্সবাজারের পেকুয়ায় একটি হায়েস মাইক্রোবাসের ধাক্কায় সোভরা মনি নামের চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ বি সি আঞ্চলিক মহাসড়কের উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা নন্দিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার জসিম উদ্দীনের মেয়ে। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঘর থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে গাছ কাটা দেখছিল শিশুটি। এ সময় এ বি সি আঞ্চলিক মহাসড়কের চকরিয়ার দিক থেকে আসা চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী হাইয়েস মাইক্রোবাস পেছন দিক থেকে এসে তাকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর পরই স্থানীয়দের সহযোগিতায় পেকুয়া থানা পুলিশ হাইয়েস মাইক্রোবাসটি টইটং থেকে জব্দ করে এবং চালক ইমরানকে আটক করে। ইমরান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সিরাবটতলী গ্রামের বাসিন্দা। 

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মাইক্রোবাসটি জব্দ করে চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে।