নোয়াখালীর সেনবাগ উপজেলায় তৃতীয় লিঙ্গের চুমকির (২৬) গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনায় উপজেলার কাদরা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের নিজসেনবাগ গ্রাম থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দুই নারীসহ তিনজনকে আটক করেছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার নিজসেনবাগ গ্রামের রাজ্জাকের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে উপজেলার নিজসেনবাগ গ্রামের রাজ্জাকের বাড়ির ব্যবসায়ী জহিরুল হক নয়নের এক মেয়ে জন্ম নেয়। পারিবারিকভাবে আগামী রোববার ওই শিশুর আকিকার অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। এমন খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নয়নের ঘরে আকিকার অনুষ্ঠানের টাকা চাইতে যান চুমকিসহ তৃতীয় লিঙ্গের দু’জন। এ সময় নয়নের পরিবারের পক্ষ থেকে চুমকিদের প্রথমে ২০০ টাকা দেওয়া হলে তারা আরও টাকা দাবি করেন। আগুনে পুড়ে আহত চুমকি জানান, এরপর বাকবিতণ্ডার একপর্যায়ে নয়নদের পরিবারের সদস্যরা তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

তবে ব্যবসায়ী নয়নের পরিবারের সদস্য বিবি রহিমা জানান, তৃতীয় লিঙ্গের চুমকি ও প্রিয়া তাদের কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। তারা দিতে অপারগতা প্রকাশ করলে ভয় দেখানোর জন্য চুমকি নিজেই নিজের শরীরের আগুন ধরিয়ে দেয়। পরে তারা গিয়ে আগুন নেভান। 

কাদরা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের (ইউপি সদস্য) মেম্বার আবু বক্কর ছিদ্দিক জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। অভিযুক্ত নয়নের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, নয়নের পরিবারের সদস্যদের দাবি চুমকি তাদের চুলা থেকে আগুন নিয়ে ওই আগুন তার গায়ে দেয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী জানান, এ ঘটনায় অভিযোগ পেয়ে জিজ্ঞাসাবাদের তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।