চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলা ছাত্রলীগের এক নেতার বাড়ির পেছনে ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার স্টেডিয়াম এলাকার চতুরপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

আহত দুই শিশু হলো- স্টেডিয়াম এলাকার মো. আনারুল ইসলামের ছেলে ইকবাল আল (৭) এবং ইমন আলী রিমন (১১)।

স্থানীয়রা জানায়, চতুরপুর মহল্লায় জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদি হাসান হিমেলের বাড়ির পেছনে ফাঁকা জায়গায় একটি পরিত্যক্ত ককটলে পড়ে ছিল। ইকবাল ও ইমন সেখানে খেলার সময় ককটেলটি বল ভেবে ধরতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে দুই ভাই আহত হলে এদের মধ্যে ইমনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অপর ভাই ইকবালকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা হিমেল দাবি করেন, বুধবার তিনি সাবেক সচিবকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয়ে তার প্রতিপক্ষরা বাড়ির বাইরে ককটেলটি রেখে গেছে।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরি যোবায়ের হোসেন জানান, পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন শেষে ককটেলটি উদ্ধার করে তদন্ত অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে ফুল দেওয়া ও আলোচনা সভাকে কেন্দ্র করে সাবেক সচিব জিল্লার রহমানের অনুসারীদের সঙ্গে আওয়ামী লীগের অপর একটি গ্রুপের উত্তেজনাকর পরিস্থিতিতে প্রশাসন স্টেডিয়াম এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করার একদিন পর এ ঘটনা।