- সারাদেশ
- ছেলের সামনে ট্রলির চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন মা
ছেলের সামনে ট্রলির চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন মা

ছবি: সমকাল
পটুয়াখালীর বাউফলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিল্পী আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কাছিপাড়া গ্রামের শামছুল হক মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার শিশু সন্তান হিমেল (৯)।
নিহত শিল্পী আক্তার কাছিপাড়া ইউনিয়নের আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দুলাল ফরাজীর স্ত্রী। তাদের দুই ছেলের মধ্যে হিমেল স্থানীয় স্কুলে চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করত।
এলাকাবাসী জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শিল্পী আক্তার তার ছেলে হিমেলকে নিয়ে বাজার থেকে রিকশাযোগে উত্তর কাছিপাড়া এলাকায় যাচ্ছিলেন। এমন সময় বিপরীত দিক থেকে ইট বোঝাই একটি ট্রলি রিকশাটিকে ধাক্কা দিলে পড়ে গিয়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন শিল্পী আক্তার। গুরুতর আহত হয় শিশু হিমেল। স্থানীয় লোকজন দৌড়ে আসার আগেই ট্রলির চালক আবু তালেব পালিয়ে যায়। পরে বিক্ষুদ্ধ গ্রামবাসী ট্রলিটি ভাঙচুর করেন এবং এতে আগুন ধরিয়ে দেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সমকালকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন