- সারাদেশ
- নামাজ পড়া হলো না মোহাম্মদ আলীর
নামাজ পড়া হলো না মোহাম্মদ আলীর

দুর্ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা- সমকাল
আজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজ পড়া হলো না মোহাম্মদ আলীর। নামাজের জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদ যাওয়ার পথে তিন কিশোরের বেপরোয়াভাবে চালানো মোটরসাইকেলের ধাক্কায় মারা গেলেন তিনি। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের পূর্ব সাপখাওয়া গ্রামে। নিহত মোহাম্মদ আলী একই এলাকার মৃত রহমত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের আযানের পরে নামাজের জন্য প্রস্তুত হয়ে পূর্ব সাপখাওয়া জামে মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন মোহাম্মদ আলী। মসজিদের কাছাকাছি গেলে সাপখাওয়া-ব্যাপারীহাট সড়কে বেপরোগতিতে আসা মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। উপস্থিত লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুড়িগ্রামের কাছাকাছি গেলে তিনি মারা যান। ঘটনার সময় মোটরসাইকেল চালক কিশোর বাদশাকে মোটরসাইকেলসহ আটক করেন স্থানীয়রা। আটক কিশোর বাদশা রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম হাজিরমোড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান জানান, ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়েছে। একজনের মৃত্যু হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন