- সারাদেশ
- আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ‘ধর্ষণ’, গ্রেপ্তার যুবক
আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ‘ধর্ষণ’, গ্রেপ্তার যুবক

অভিযুক্ত রনি
সাভারের আশুলিয়ায় এক স্কুলছাত্রীর (১৮) আপত্তিকর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে মো. রনি (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত তিনটার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার রনি আশুলিয়ার নিরিবিলি এলাকার বাসিন্দা। সে পেশায় কাঠমিস্ত্রি।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী মা ও ভাইকে নিয়ে আশুলিয়ার ডেন্ডাবর পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকে। প্রায় চার বছর আগে রনির মা বিদেশে চলে যান। এরপর রনির বাবার অনুরোধে ভুক্তভোগী ওই পরিবার রনিকে তাদের বাসায় খাবারের ব্যবস্থা করে দেয়। ওই শিক্ষার্থীর মা স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। গত বছরের মাঝামাঝি সময়ে ভাই ও মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে রনি ওই শিক্ষার্থীর পোশাক পরিবর্তনের আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে স্কুলশিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় প্রতিবাদ করলে ভিডিও ছড়িয়ে না দেওয়ার বিনিময়ে কিছুদিন আগে ওই স্কুলছাত্রীর কাছে ১০ হাজার টাকা দাবি করে রনি। অবশেষে ওই শিক্ষার্থী তার মাকে বিষয়টি খুলে বলে। এরপর বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর ওই রাতেই আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে রনিকে গ্রেপ্তার করে পুলিশ।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শ্যামলেন্দু ঘোষ বলেন, ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। মামলাটি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
মন্তব্য করুন