- সারাদেশ
- তিন দিনের ছুটিতে রাঙামাটিতে পর্যটন কেন্দ্রে ভিড়
তিন দিনের ছুটিতে রাঙামাটিতে পর্যটন কেন্দ্রে ভিড়

ছবি: সমকাল
তিন দিনের ছুটিতে রাঙামাটির পর্যটন স্পটগুলোতে পর্যটকের ভিড় বেড়েছে। তবে পর্যটনের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এবার তিন দিনের ছুটিতে পর্যটকদের আগমন তেমন একটা আশানুরূপ নয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিন দিনের সরকারি ছুটি থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু পর্যটকরা ইটপাথরের শহর ও যান্ত্রিকতার ক্লান্তি দূর করতে প্রকৃতির রাণী রাঙামাটির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে এসেছেন। এতে রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু, পুলিশের পলওয়েল পার্ক, আরণ্যক রির্সোটসহ বিভিন্ন ষ্পটে পর্যটকদের ভিড় বেড়েছে। আবার অনেক পর্যটক ইঞ্জিন চালিত নৌকায় চড়ে কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকের আগমনে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য শহরের হোটেল মোটেলগুলো পর্যটকের উপস্থিতিতে পরিপূর্ণ। রাঙামাটিতে পর্যটনের আকর্ষণীয় স্পটের মধ্যে রয়েছে, ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, রাজ বন বিহার, জেলা প্রশাসনের বাংলো, পুলিশের পলওয়ে, আসামবস্তি-কাপ্তাই সড়কের বেসরকারি পর্যটন বেরান্নে, বড়গাঙ, রান্ন্যাতুগুন এবং আদিবাসীদের শান্ত সবুজ গ্রাম ও তাদের জীবনযাত্রা।
বেড়াতে আসা পর্যটকরা জানান, রাঙামাটির পর্যটন সেতুসহ পর্যটন কেন্দ্রগুলো আরও আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে। এছাড়া পর্যটকরা নিরাপদে ভ্রমণ করতে পারেন তার জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা দরকার।
রাঙামাটি হলিডে কমপ্লেক্সের পর্যটন ঘাটের ইজারাদার ম্যানেজার রমজান আলী জানান, তিন দিনের ছুটিতে মোটামোটি পর্যটক এসেছে। পর্যটকরা ইঞ্জিনচালিত নৌকা নিয়ে কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন।
রাঙামাটি সরকারী পর্যটন হলিডে কমপ্লেক্স এর ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, তিন দিনের ছুটিতে পর্যটকের আগমন তেমন একটা আশানুরূপ নয়। ছুটির প্রথম দিনে তার পর্যটন মোটেলে ৭৫ শতাংশ বুকিং থাকলেও দ্বিতীয় দিনে ৪৫ শতাংশ রুম বুকিং রয়েছে। আশা করছি আগামীতে লম্বা ছুটিতে পর্যটকের আগমন বৃদ্ধি পাবে।
মন্তব্য করুন