- সারাদেশ
- কুমিল্লায় অস্ত্রের মহড়া দেওয়া সেই যুবদল নেতা রাজ্জাক গ্রেপ্তার
কুমিল্লায় অস্ত্রের মহড়া দেওয়া সেই যুবদল নেতা রাজ্জাক গ্রেপ্তার

ছবি: র্যাবের সৌজন্যে
কুমিল্লা নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে বিদেশি পিস্তলসহ মহড়া দেওয়া সেই যুবদল নেতা রাজ্জাকসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার রাজ্জাক কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ নগরীর সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রবাজির মূলহোতা রাজ্জাককে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লাস্থ র্যাব ১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন শুক্রবার রাতে এসব তথ্য জানান। তিনি আরও জানান, গত ১৩ মার্চ নগরীর চকবাজার ও গর্জনখোলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজ্জাক গ্রুপ ও রবিন গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তারা প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দেয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে র্যাব নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা মো. রাজ্জাককে ও নগরের গর্জনখোলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে রাজ্জাক গ্রুপের অন্যতম সদস্য মো. হৃদয়, মো. নিজাম উদ্দিন মিঠু, ও রবিন গ্রুপের অন্যতম সদস্য মো. সজিব মিয়া, মো. নাজমুল হাসান দীপুকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের অভিযানে রাজ্জাকের বাড়ি সংলগ্ন এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, নয়টি রামদা এবং স্টিলের লাঠি উদ্ধার করে।
র্যাব জানায়, গ্রেপ্তারদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় ও বিদেশি অস্ত্রসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে।
কুমিল্লাস্থ র্যাব ১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, রাজ্জাকসহ অন্যদের বিরুদ্ধে রাতের মধ্যেই কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করার পর তাদের থানায় সোপর্দ করা হবে।
মন্তব্য করুন