- সারাদেশ
- নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

নীলফামারী সদরের কুন্দপুকুর ইউনিয়নের বউ বাজার এলাকায় শনিবার ভোরে ট্রেনে কাটা পড়ে লিমন হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। লিমন কুন্দপুকুর ইউনিয়নের গুড়গুড়ি এলাকার নুর উদ্দিনের ছেলে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, শনিবার ভোর ৬টার দিকে চিলাহাটিগামী আন্তঃনগর ট্রেন সীমান্ত এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলোহের জের ধরে ছেলেটি আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত শেষে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।’
মন্তব্য করুন