- সারাদেশ
- গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

গাজীপুরে স্ত্রী ও সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর ঘরে তালা দিয়ে পালানো স্বামী মফিজকে আটক করা হয়েছে। সোমবার ঢাকার মগবাজার থেকে তাকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. ইলতুত মিশ।
এর আগে সকালে মহানগরের বোর্ড বাজার কলমেশ্বর এলাকায় পুলিশ তালাবদ্ধ ঘর থেকে রহিমা আক্তরা ও তার ছেলে রোকন মাহমুদের (১৭) লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, রোববার রাত ১টার দিকে ওই এলাকার মো. নাছিরের বাড়ির ভাড়াটে মো. মফিজ (৬০) ঘরের মধ্যে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। মো. মফিজ টাঙ্গাইল মধুপুরের মৃত আজাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক।
স্বজনরা জানান, কয়েকদিন ধরেই রাতে কথা কাটাকাটি করতেন তারা। বিভিন্ন সময় স্ত্রী-সন্তানকে মারধর করতেন মফিজ। রোববার সন্ধ্যায় সবাই বাসায় ফিরে খাবার দাবার শেষে ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে মফিজ। পরে বড় ছেলে রোকন (১৭) ঘুম থেকে উঠলে তাকেও কুপিয়ে হত্যা করেন। স্ত্রী ও সন্তানকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়ে যান মফিজ।
মন্তব্য করুন