কুমিল্লায় একটি মহিলা মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আলী আকবর (৫৫)  নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এর মধ্যে এক পরিবারের দুই বোন রয়েছে। এসব ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে সোমবার গভীর রাতে বরুড়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরুড়া থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আলী আকবর বরুড়া উপজেলার নরিন গ্রামের মাদ্রাসা লাগোয়া বাড়ির আলী আজ্জমের ছেলে।

ওই শিশুদের পারিবার জানায়, রোববার দুপুরে জেলার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের নরিন গ্রামের নরিন মহিলা মাদ্রাসার ১০ বছরের এক শিশুকে  ধর্ষণ করেন আলী আকবর । পরে শিশুটিকে বরুড়া সরকারি হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। ওই রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে বরুড়া থানায় অভিযোগ করলে পুলিশ আলী আকবরকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। এরপর ওই মাদ্রাসার আরও দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ এনে আলী আকবরের বিরুদ্ধে তাদের পরিবারের পক্ষ থেকে সোমবার থানায় আরো একটি অভিযোগ করে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানায়, মাদ্রাসাটির মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করতে নামলে আলী আকবর ছোট শিশুদের চকলেট, চানাচুর কিংবা নগদ টাকার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে এ ধরনের পৈশাচিক কর্মকাণ্ডে লিপ্ত হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মো. ইলিয়াছ ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ওই মাদ্রাসায় চারশ মেয়ে শিক্ষার্থী আছে। এর মধ্যে এমন ঘটনায় তিনজনকে অসুস্থ পাওয়া গেছে।

বরুড়া থানার ওসি মো. ইকবাল বাহার মজুমদার বলেন, ওই মাদ্রাসায় পড়ুয়া তিন ছাত্রীর দুই পরিবার থানায় পৃথক মামলা দায়ের করেছেন।  অভিযুক্ত আলী আকবরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।