- সারাদেশ
- ফেসবুক পোস্টে কমেন্ট নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ
ফেসবুক পোস্টে কমেন্ট নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

চট্টগ্রাম নগরীর হালিশহর থানার বি ব্লকে ছাত্রলীগের দুই গ্রুপে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে কমেন্ট করা নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে স্থানীয় দুই ছাত্রলীগ নেতাকর্মী আহত হন। সোমবার রাতে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, হালিশহর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নওশাদ আলী (২৫) ও স্থানীয় ছাত্রলীগ কর্মী মো. হোসেন শুভ (২২)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, নাহিদ মজুমদার নামে এক ছাত্রলীগ নেতাকে নিয়ে করা ফেসবুক পোস্টে আপত্তিকর কমেন্ট করেন আহত নওশাদ। এর জের ধরেই এই সংঘর্ষ।
বিষয়টি নিশ্চিত করে হালিশহর ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান জিসান বলেন, হালিশহর এলাকায় ছাত্রলীগের দুটি গ্রুপ রয়েছে৷ এক গ্রুপের একজনের ফেসবুক পোস্টে কমেন্ট করা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তাতে দুই জন আহত হয়েছে।
মন্তব্য করুন