- সারাদেশ
- আরোহীর নিথর দেহ নিয়ে বাড়ি ফিরলেন বাবা
আরোহীর নিথর দেহ নিয়ে বাড়ি ফিরলেন বাবা

নারায়ণগঞ্জের নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলো দুই বোন স্মৃতি (১৮) ও আরোহী (৩)। বাড়ি ফেরার পথে শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এমএল আশরাফ উদ্দিন ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ হয় মুন্সীগঞ্জের গজারিয়ার ওই দুই বোন। পরে রোববার রাত ১০টার দিকে ডুবুরিদল বড় বোন স্মৃতি রানী রাজবংশীর মরদেহ উদ্ধার করে। আর আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে শীতলক্ষ্যা নদীবন্দরের হরিপুর পাওয়ার প্ল্যান্টের কাছ থেকে ৩ বছরের আরোহীর মরদেহ উদ্ধার করা হয়।
পরে আরোহীর মরদেহ তার বাবা ও মাসীর কাছে হস্তান্তর করে উদ্ধারকর্মীরা।
আরোহীর খালা শিপ্রা বলেন, 'আমার বন্দর বাড়িতে বেড়াতে আসছিলো দুই বোন। আমি নিজের হাতে মামনি আরোহী ভাত খাওয়া দিলাম। আজ ভগবান কোন শাস্তি দিলো। ওদের সুন্দরভাবে লঞ্চ উঠাইয়া দিলাম। এর কিছু সময় পর জানতে পারলাম সেই লঞ্চ ডুবে গেছে। গঙ্গা মা কাছে ২ দির ধরে প্রার্থনা করলাম আমাদের আরোহীকে ফিরিয়ে দিতে। কিন্তু আরোহী তো আমার কোলে আসে না, ও যে ঘুমাইয়া রইছে। আমার বোনের সংসার এহন কি হইবো!'
আরোহীর বাবা বিলাপ করে বলছেন, 'আমার বাবারা আমারে ডাকবো না। বাবা স্মৃতি গেলেও গা এহন বাবা আরোহী ছেড়ে গেলো। আমাকে বাবারা কইলো বাবা বাসায় আসতাছি। তোমাকে কইদিন ধরে দেখি না। এই দেখা আর দেখা হলো না।'
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় তল্লাশি অভিযানের তৃতীয় দিনে এক শিশুসহ আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন জানান, মঙ্গলবার সকালে বন্দর উপজেলার মদনগঞ্জ শাহ সিমেন্ট এলাকা থেকে আবদুল্লাহ আল জাবের (৩০) এবং শীতলক্ষ্যা নদীবন্দরের হরিপুর পাওয়ার প্ল্যান্টের কাছ থেকে আরোহী রানী রাজবংশীর (৩) মরদেহ উদ্ধার করা হয়।
রোববারের ওই ঘটনায় এ নিয়ে মোট দশ জনের লাশ উদ্ধার করা গেল। তাদের মধ্যে সাত জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নৌ পুলিশ জানিয়েছে।
রোববার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ সদরের সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে সিটি গ্রুপের মালিকানাধীন মালবাহী জাহাজ রূপসী-৯ পেছন থেকে চাপা দিলে ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ এমএল আফসার উদ্দিন।
নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জগামী লঞ্চে সে সময় অর্ধশতাধিক যাত্রী ছিলেন বলে নৌপুলিশের ভাষ্য। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ থাকেন বেশ কয়েকজন।
ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএ কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। সোমবার ভোরে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ ৫৫ হাত পানির নিচ থেকে লঞ্চটিকে টেনে তুলে তীরে নিয়ে রাখে।
রূপসী-৯ জাহাজটি এবং এর মাস্টারকে রোববারই মুন্সীগঞ্জের হোসেনদি এলাকা থেকে আটক করে নৌ-পুলিশ। নারায়ণগঞ্জ থেকে সব পথে ছোট লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
মন্তব্য করুন