তেল-গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। 

মঙ্গলবার সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে থেকে দলটির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দপ্তরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন তারা। গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছলে পুলিশ মিছিলে বাধা দেয়। 

এর নিন্দা জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, পুলিশি বাধা প্রমাণ করে পায়ের তলায় মাটিবিহীন সরকার জনগণ দেখলে ভয় পায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই পরিস্থিতি সরকারের ভুল নীতির শিকার। যুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়বে এটা বুঝে সরকারের আগেই আমদানি বৃদ্ধি করা উচিত ছিল। 

অবিলম্বে সর্বস্তরে রেশনিং প্রথা চালুর দাবি জানানো হয় সমাবেশে। 

গণসংহতি আন্দোলনের জেলা সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নীলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্ততৃা করেন সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, সফিকুল ইসলাম শাফিনসহ অন্যান্য নেতারা।