- সারাদেশ
- বগুড়ায় অস্ত্রসহ ব্রাজিল গ্রেপ্তার
বগুড়ায় অস্ত্রসহ ব্রাজিল গ্রেপ্তার

বগুড়ায় বিদেশি পিস্তলসহ মো. ব্রাজিল (৩৫) নামে এক সন্তাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের বকশিবাজার তিন রাস্তারমোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে, ওইদিন গভীর রাতে অভিযান চালিয়ে সদরের পালশা চৌকিরপাড় ব্রিজের দক্ষিণ পাশের ইউক্যালিপ্টাস গাছের বাগান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্রাজিল বগুড়া সদরের গোদারপাড়া এলাকার শাহাজাহান আলীর ছেলে। তিনি শহরের চারমাথা বন্দর শাখা যুবদলের সভাপতি। পুলিশ জানায়, ওয়ারেন্টমূলে (গ্রেপ্তারি পরোয়ানা) ব্রাজিলকে গ্রেপ্তার করা হয়। ব্রাজিল অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী হওয়ায় গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে অস্ত্র হেফাজতে রাখার কথা স্বীকার করেন।
তার স্বীকারোক্তি অনুযায়ী একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ব্রাজিলের বিরুদ্ধে ২টি অস্ত্র, বিস্ফোরক দ্রব্য আইনে ৫টি, মাদকদ্রব্য আইনে ১টি, সন্ত্রাসবিরোধী আইনে ২টি, বিশেষ ক্ষমতা আইনে ৪টি, চাঁদাবাজির ৬টি ও অ্যাসিড নিক্ষেপের ২টিসহ মোট ২২টি মামলা রয়েছে।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ব্রাজিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
মন্তব্য করুন