খুলনা মহানগরীর শিরোমনি এলাকায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাত ৩টার দিকে বাগেরহাট জেলার চিতলমারী থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো শিরোমনি এলাকার সুমন ও আলামিন মল্লিক।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-৬ কার্যালয়ে র‌্যাবের অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহমেদ প্রেস ব্রিফিংয়ে জানান, ১৮ মার্চ রাতে নগরীর শিরোমনি তেতুলতলা রেলক্রসিংয়ের পাশে কামরুল ইসলামের গ্যারেজে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। সেখানে স্বামীকে বেঁধে ৪ জন তার স্ত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে রাতেই চারজনকে আসামি করে খানজাহান আলী থানায় মামলা করেন।

এরপর র‌্যাব ওই ঘটনার ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারী থেকে এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাদেরকে খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে গত ১৯ মার্চ খানজাহান আলী থানা পুলিশ মামলার আসামি কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছিল।