- সারাদেশ
- ব্যবসায়ীর গুদামে টিসিবির ২ হাজার লিটার সয়াবিন তেল
ব্যবসায়ীর গুদামে টিসিবির ২ হাজার লিটার সয়াবিন তেল

চট্টগ্রামে ব্যবসায়ীর গুদাম থেকে বিপুল পরিমাণ টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ভর্তুকি মূল্যের পণ্য জব্দ করেছে র্যাব। মঙ্গলবার সকালে নগরের সিমেন্ট ক্রসিং কাঁচা বাজারের গাউসিয়া স্টোরের গুদাম থেকে এসব পণ্য জব্দ করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন- গাউসিয়া স্টোরের মালিক জসিম উদ্দিন, টিসিবির ডিলার মো. রাশেদ ও মো. নুরুউল্লাহ। গুদাম থেকে ২ হাজার লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি চিনি ও ৫০০ কেজি মসুর ডাল জব্দ করা হয়েছে। প্রসঙ্গত, গত রোববার থেকে চট্টগ্রামের ৪১টি ওয়ার্ড ও ১৫টি উপজেলায় ভর্তুকি মূল্যে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু করেছে টিসিবি।
র্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান সমকালকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, পণ্যগুলো টিসিবির। টিসিবির ডিলার মো. রাশেদ নুরুউল্লাহ’র কাছে পণ্যগুলো বিক্রি করা হয়। নুরুউল্লাহ ব্যবসায়ী জসিম উদ্দিনের কাছে বিক্রি করেন। পণ্যগুলো গুদামে নিয়ে প্যাকেট খুলে গুদামজাত করা হচ্ছিল। ওই অবস্থায় হাতেনাতে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হবে।
অভিযান চলাকালে গুদামে দেখা যায়, গুদামটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য বস্তায় বস্তায় মজুত রয়েছে। চিনি ও ডাল টিসিবির মোড়ক খুলে সাধারণ প্যাকেটে প্যাকেটজাত করা হচ্ছে। যাতে বাজারে বিক্রি করলে টিসিবির পণ্য বোঝার সুযোগ না থাকে। বোতলজাত তেল বড় ড্রামে ঢেলে রাখা হয়। র্যাব সদস্যরা অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করেন। পরে ট্রাকে তুলে নিয়ে যান।
সিমেন্ট ক্রসিং কাঁচা বাজারের ব্যবসায়ীরা জানান, সোমবার রাতে ট্রাকভর্তি পণ্যগুলো বাজারে আসে। শ্রমিকেরা রাতে পণ্যগুলো জসিম সওদাগরের গুদামে ঢুকিয়ে রাখেন। রাত ১টার দিকে বাজারে পুলিশ যায়। এই সময় শ্রমিকেরা সটকে পড়েন। সকালে র্যাব সদস্যরা গিয়ে গুদামে অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ করে। পরে অভিযান চালিয়ে ব্যবসায়ী জসিম উদ্দিনসহ অন্যদের গ্রেপ্তার করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন