- সারাদেশ
- ২২ লাখ টাকা পাচারের চেষ্টা, ব্যবস্থা নিচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস
২২ লাখ টাকা পাচারের চেষ্টা, ব্যবস্থা নিচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস

রফতানি চালানের আড়ালে ২২ লাখ টাকা পাচারের অপচেষ্টা উদঘাটন করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।
সংযুক্ত আরব আমিরাতে রফতানির উদ্দেশ্যে এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি বেসরকারি ডিপোতে কনটেইনার আনে ঢাকার গুলশান অ্যাভিনিউর আরএম স্টোরের ইনফিনিটি সার্ভিস সলিউশান।
এ চালান পাঠাতে সিঅ্যান্ডএফ এজেন্ট নিযুক্ত করে তারা চট্টগ্রাম আগ্রাবাদের ডায়নামিক ইন্টারন্যাশনাল লিমিটেডকে। রফতানিকারক প্রতিষ্ঠানটি ২০২০ সালের ১ জুলাই থেকে এ পর্যন্ত ৫টি চালান রফতানি করেছে। সেই সব চালানেও টাকা পাচার হয়েছে কি না তা খতিয়ে দেখছে কাস্টমস কর্তৃপক্ষ।
কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ জানান, রফতানিকারক প্রতিষ্ঠান মিথ্যা ঘোষণা দিয়ে ২১ লাখ ৯৭ হাজার ৪৮৬ টাকা পাচারের অপচেষ্টা করেছেন। পণ্য রফতানি করতে তারা শাহজালাল ইসলামী ব্যাংকের মাধ্যমে এলসি করে। ৩৮ হাজার ৩১১ পিসের বিপরীতে রফতানিকারক ২১ হাজার ৯৭২ দশমিক ৭৫ ডলার (প্রতি পিসের ঘোষিত মূল্য দশমিক ৫৭ ডলার) বা ১৮ লাখ ৯০ হাজার ৭৫০ টাকার পণ্য পাঠানোর ঘোষণা দেয়। কিন্তু কায়িক পরীক্ষায় পাওয়া গেছে ৮৩ হাজার ৩৫১ পিস পণ্য। অতিরিক্ত পাওয়া যায় ৪৫ হাজার ৪০ পিস পণ্য। সঠিক ঘোষণা থাকলে বাংলাদেশি মুদ্রায় তা হতো ৪০ লাখ ৮৮ হাজার ২৪১ টাকা।
এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন