ডাব চুরির অপবাদ সইতে না পেরে নাহিদ হাসান শান্ত নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী রশিতে ঝুলে আত্মহত্যা করেছে। 

সোমবার সন্ধ্যায় সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

শান্তর মা নাজমা বেগম জানান, শবেবরাতের রাতে প্রতিবেশী হাবলু মিয়া ও তার স্ত্রী রুনা বেগম এসে শান্তকে ডাবচোর গালমন্দ এবং তার বন্ধু রাসেলকে মারধর করেন। তারা শান্তর পরিবারকে হুমকি দিয়ে যান। এ ছাড়া কয়েক দিন আগে হাবলু মোটর চুরির ঘটনায়ও শান্তকে অভিযুক্ত করে। 

সোমবার বিকেলে রুনা বেগম শান্তর সামনেই তার মাকে চোরের মা বলে আখ্যা দেন। এসব অপবাদে তার ছেলে মানসিকভাবে ভেঙে পড়ে। অপবাদ সইতে না পেরে সোমবার সন্ধ্যায় শান্ত গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

অভিযোগ অস্বীকার করে রুনা বেগম বলেন, শান্তর পরিবারের সঙ্গ তাদের কোনো বিরোধ নেই। শান্তর আত্মহত্যার কারণ তাদের জানা নেই। সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।