- সারাদেশ
- সিআরবি রক্ষায় শিশু ও যুবদের জলবায়ু ধর্মঘট
সিআরবি রক্ষায় শিশু ও যুবদের জলবায়ু ধর্মঘট

গরের সিআরবি সাত রাস্তার মোড়ে মানববন্ধন করেন চট্টগ্রামের বিভিন্ন যুব সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা - সমকাল
‘আমাদের পৃথিবী, আমাদের ভবিষ্যৎ’, ‘বেঁচে থাকার অধিকার, চাই জলবায়ু সুবিচার’, ‘গাছ লাগাও, পরিবেশ বাঁচাও’-এমন নানা লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে শতাধিক শিশু ও যুবক এক কাতারে দাঁড়িয়ে চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এদের কেউ এসেছেন কোনো যুব সংগঠন থেকে, কেউবা শিক্ষা প্রতিষ্ঠানের পোষাক পরে। তবে সবার মুখেই একটিই দাবি, ‘বিচার চাই, বিচার চাই, জলবায়ু সুবিচার চাই।’
আজ শুক্রবার দুপুরে নগরের সিআরবি সাত রাস্তার মোড়ে ব্যতিক্রমী এমন কর্মসূচি পালন করেছেন চট্টগ্রামের বিভিন্ন যুব সংগঠন ও শিক্ষার্থীরা। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব রুখতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবিতে বিশ্বব্যাপী উদযাপিত বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের সমর্থনে এই কর্মসূচি পালন করা হয়।
বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের প্রতিপাদ্য ‘মুনাফা নয় মানুষ’ কে সামনে রেখে সেভ দ্য চিলড্রেন ও ইপসার সহায়তায় এবং চট্টগ্রামের বিভিন্ন যুব সংগঠনের নেটওয়ার্ক ‘বাংলাদেশ অ্যালায়েন্স অফ ইয়ুথ (বে), আন্তর্জাতিক জলবায়ু এক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ প্রতিষ্ঠিত ‘ফ্রাইডে ফর ফিউচার’ এবং ইয়ুথ নেটের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে সংহতি জানিয়ে ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান বলেন, ‘আমাদের বুঝতে হবে যে; জলবায়ু সংগ্রাম শ্রেণিসংগ্রাম। আমরা শিশু ও যুবদের দাবির সঙ্গে ঐক্যমত পোষণ করছি।’
শিক্ষার্থীরা বলেন, ‘জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু ও যুবকরা। শিল্পায়ন ও উন্নয়নের নামে বিভিন্ন কারখানা ও কর্মকাণ্ডের মাধ্যমে বায়ু দূষণ করা হচ্ছে। আর বিষাক্ত গ্যাসের মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি করা হচ্ছে। ফলে আগামীর পৃথিবী গভীর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। আমরা আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করছি।’
যুব প্রতিনিধিরা বলেন, ‘আমাদের একটাই দাবি- জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে মুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।’
ইয়ুথ নেটের সদস্য উজ্জল ধর ও ইপসার মনিটরিং অফিসার সৈয়দ মোহন উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন ইপসার সিনিয়র প্রোগ্রাম অফিসার ওমর শাহেদ হিরো, ফ্রাইডে ফর ফিউচারের সদস্য মোজাম্মেল হক, সেন্টার ফর ইয়ুথ ডেভলপমেন্টের সদস্য আফরা আনওয়ার, শোভন চৌধুরী, প্রগতিশীল যুব সংঘের সভাপতি হেফাজুর রশীদ প্রমুখ।
সবশেষে শিশু ও যুবদের নিয়ে একটি র্যালি সিআরবি ও এর আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি আবার সিআরবিতে ফিরে আসে।
মন্তব্য করুন