ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার আহাম্মদপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের ছুরির আঘাতে কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এ ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম হলো রাফি ভূঁইয়া। রাফি ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছেন।

আহম্মদপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে প্রদীপ হাসান রাফির সঙ্গে তর্ক-বির্তকের একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় রাফিকে নবীনগর সদর হাসপাতালে পাঠানো হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত রাফি মঙ্গলবার (২৯ মার্চ) ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস মাঠে পুলিশ কনস্টেবল পদে রিটেন পরীক্ষা দেওয়ার কথা ছিল।প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, বখাটে প্রদীপ কিছু দিন ধরে নিয়মিত কোমরে ছুরি নিয়ে ঘুরতেন। কারো সঙ্গে তর্কবিতর্ক হলেই মেরে ফেলার হুমকি দিতেন। এরই মধ্যে সোমবার রাতে সেই রাফি ভূইয়ার ওপর ছুরি চালায়।

ঘটনার সত্যতা স্বীকার করে নবীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নূরে আলম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করা হয়েছে।