- সারাদেশ
- নেশার টাকা না পেয়ে স্ত্রীকে অ্যাসিড-কেরোসিনে ঝলসে দিলেন স্বামী
নেশার টাকা না পেয়ে স্ত্রীকে অ্যাসিড-কেরোসিনে ঝলসে দিলেন স্বামী

প্রতীকী ছবি
নেশার টাকা না দেওয়ায় অ্যাসিড ছুড়ে ও কেরোসিন ঢেলে স্ত্রীর শরীর ঝলসে দিয়েছেন তার স্বামী জহিরুল ইসলাম। রোববার গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার মামলা হওয়ার পর বিষয়টি জানাজানি হয়েছে।
রোববার রাতে রোজিনার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। এর আগেই জহিরুল পালিয়ে যান। তখন তার স্ত্রী রোজিনা আক্তারের শরীর পুড়ছিল। পানি ঢেলে আগুন নেভায় স্থানীয়রা। দগ্ধ রোজিনাকে পাশের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
সোমবার সন্ধ্যায় রোজিনার বাবা আব্দুল ছামাদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় জহিরুলের বিরুদ্ধে মামলা করেছেন। জহিরুল মিজমিজি পাইনাদী এলাকার আলাউদ্দিনের ছেলে।
অভিযোগপত্রে বলা হয়েছে, রোজিনা গার্মেন্ট কর্মী। রোববার গার্মেন্ট ছুটির পর বাসায় ফিরলে জহিরুল নেশা করার জন্য তার কাছে টাকা চান। জোরাজুরির পরও টাকা না পেয়ে স্ত্রীর শরীরে প্রথমে অ্যাসিড ছুড়ে দেন। একটু পরই কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন জহিরুল।
অভিযোগে আরও বলা হয়েছে, রোজিনার আয়ে ১২ বছর সংসার চলেছে। মাদকাসক্ত জহিরুল নেশার টাকা না পেলেই রোজিনার ওপর নির্যাতন চালাতেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। জহিরুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন