- সারাদেশ
- হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কাশেম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রামপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের দনাইল গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে। তিনি হোসেনপুর রামপুর বাজারে মোবাইল মেরামতের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে নিজের দোকানে বসে কাজ করছিলেন আবুল কাশেম। রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকানের মেজেতে পড়ে যান তিনি। আশেপাশের দোকানের লোকজন তার কোনো সাঁড়া শব্দ না পেয়ে কাছে গিয়ে দেখেন মেঝেতে পড়ে আছেন কাশেম। পরে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবুল কাসেমের মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন হাসপাতালের চিকিৎমক ডা. হেলালউদ্দিন।
মন্তব্য করুন