- সারাদেশ
- নোয়াগাঁও তাণ্ডব: প্রধান আসামি স্বাধীনসহ ৭২ আসামি জেল হাজতে
নোয়াগাঁও তাণ্ডব: প্রধান আসামি স্বাধীনসহ ৭২ আসামি জেল হাজতে

প্রতীকী ছবি
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে গ্রামে হিন্দুদের বাড়িঘরে তাণ্ডবের ঘটনায় দায়ের করা তিন মামলার প্রধান আসামি স্বাধীন মিয়াসহ ৭২ জনকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।
শাল্লার নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশের ফেসবুক আইডি থেকে হেফাজত ইসলামের বিতর্কিত নেতা মাও. মামুনুল হককে সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় হেফাজত ইসলামের সমর্থকরা গত বছরের ১৭ মার্চ হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও গ্রামের ৮৮ বাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুর করে। এসময় গ্রামের ৫ টি পারিবারিক মন্দিরও এসময় ভাংচুর করা হয়। এ ঘটনায় তিনটি মামলা হয়। মামলাগুলো তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। তিন মামলায় গ্রেপ্তার ও আদালতে স্বেচ্ছায় হাজির হওয়াসহ ১২৫ জন আসামি ইতিমধ্যে আইনের আওতায় এসেছেন। হামলা, লুটপাট ও ভাংচুরের মামলার প্রধান আসামি ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীন মিয়াসহ ৭২ আসামি আদালত থেকে অস্থায়ী জামিনে ছিলেন।
মঙ্গলবার গ্রামবাসীর পক্ষে তৎকালীন হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুলের দায়ের করা মামলার (জিআর ২০/২১) গোয়েন্দা পুলিশের দেওয়া চার্জশীটের উপর শুনানি ছিল। আদালত শুনানি শেষে ইতিপূর্বে অস্থায়ী জামিনপ্রাপ্ত ৭২ আসামিকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর বদরুল আলম তালুকদার জানান, নোয়াগাঁওয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ রিপোর্ট দেওয়া পর্যন্ত অস্থায়ী জামিনে থাকা ৭২ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম বললেন, আদালতের রায়ে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী সন্তুষ্টি প্রকাশ করেছেন।
মন্তব্য করুন