আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্তরা এখন রাজনীতি ও দুর্নীতিতে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিষ্টাচারবহির্ভূত ও রাজনৈতিক বক্তব্য প্রদানের অভিযোগ এনে তিনি আইজিপি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের অপসারণ দাবি করেছেন। মঙ্গলবার নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে সিলেট জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের, তারা এখন রাজনীতি ও দুর্নীতিতে ব্যস্ত। কয়েকদিন আগেও পুলিশের আইজি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। আর ডিএমপি কমিশনার বেগম খালেদা জিয়াকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা শিষ্টাচারবহির্ভূত। এই দুই শীর্ষ পুলিশ কর্মকর্তার বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, তাদের অবিলম্বে অপসারণ করে বিচারের আওতায় আনতে হবে। 

বিএনপি মহাসচিব সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, সরকার বলে দেশে মেগা উন্নয়ন হচ্ছে। কিন্তু আদতে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হচ্ছে। ১০ হাজার কোটি টাকার পদ্মা সেতু দুর্নীতি করে ৩০ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়া হয়েছে। কর্ণফুলি টানেলসহ অন্যান্য প্রকল্পের অবস্থায়ও একই। দুর্নীতির টাকা কানাডায় পাচার করা হচ্ছে।

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে সকালে সম্মেলনের উদ্বোধন করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। বেলা সোয়া ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়ে সম্মেলন।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলনের পরিচালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জাতীয় নিবার্হী কমিটির সদস্য ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী প্রমুখ।