- সারাদেশ
- অটোরিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
অটোরিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী জেলা শহরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মাদ্রাসার এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মাইজদী হাউজিং সেন্ট্রাল রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সামিউল ইসলাম ওরফে নাদিম (৬) চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই গ্রামের প্রবাসী নজরুল ইসলামের ছেলে। সে জেলা শহরের মাইজদী হাউজিং এলাকার ইকরা মডেল মাদ্রাসার নার্সারি শ্রেণির ছাত্র ছিল।
নিহত সামিউলের ফুফু হাসিনা আক্তার বলেন, আজ সকাল সাড়ে ১১টার দিকে তার ভাতিজা সামিউল মাদ্রাসা থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার জন্য এক পাশ থেকে আরেক পাশে দৌড় দেয়। এ সময় সড়ক দিয়ে যাওয়া একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় অটোরিকশাচালক নিজেই সামিউলকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, মৃত ঘোষণার পর পরিবারের লোকজন হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে গেছেন।
দুর্ঘটনার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে থানায় অবহিত করা হয়নি বলে জানান সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘হাসপাতালে কেউ মারা গেলে তারা যদি থানায় অবহিত না করে, সে ক্ষেত্রে তো কিছু করার নেই। তা ছাড়া নিহত মাদ্রাসাছাত্রের পরিবারের কেউও বিষয়টি থানায় অবহিত করেননি।’
মন্তব্য করুন