- সারাদেশ
- শিক্ষক শাহজাহান হত্যায় ৩ আসামির মৃত্যুদণ্ড
শিক্ষক শাহজাহান হত্যায় ৩ আসামির মৃত্যুদণ্ড

ঝালকাঠির কাঁঠালিয়ায় স্কুলশিক্ষক শাহজাহান হাওলাদার হত্যার দায়ে তিন আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন ঝালকাঠি জেলা ও দায়রা জজ মো. মাসুদুর রহমান। মঙ্গলবার বিকেলে দুই আসামির উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। রায় শুনে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত অপর দুই আসামি।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে আবদুল লতিফ হাওলাদার, জয়নাল আবেদীন খানের ছেলে সরোয়ার হোসেন খান এবং একই গ্রামের জয়নাল জমাদ্দারের ছেলে আবদুস সালাম জমাদ্দার। সরোয়ার হোসেন খান মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের বাসিন্দা ও পীরখানজাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান হাওলাদারের সঙ্গে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব চলছিল আসামিদের। ২০০৭ সালে ১৭ মার্চ স্থানীয় জোড়াপোল বাজার থেকে রাতে বাড়ি ফেরার পথে কাঁঠালিয়া-কৈখালী সড়কে পৌঁছালে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
পরের দিন ১৮ মার্চ আবদুল লতিফ হাওলাদার, সরোয়ার হোসেন খান ও আ. সালাম জমাদ্দারকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই মানিক হাওলাদার। এক বছর তদন্তের পর ২০০৮ সালে আদালতে চার্জশিট (সিএস) দাখিল করেন থানার এসআই শহীদুল ইসলাম।
মন্তব্য করুন