চট্টগ্রাম নগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই প্রস্তুত করায় বাকলিয়ার আমান ফুড অ্যান্ড কোম্পানিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

চসিক থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই প্রস্তুত করার অপরাধে নগরের বাকলিয়ার আমান ফুড অ্যান্ড কোম্পানিকে ৩ লাখ টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।

এদিকে একই দিন নগরের দেওয়ানহাট এলাকায় অভিযান চালানো হয়। রাস্তায় ওপর গাড়ি রেখে কনক্রিট মিক্সার তৈরি করে যান চলাচলে বিঘ্ন করছিল এম জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেড।

এতে দুর্ঘটনার শঙ্কা দেখা দেওয়ায় এম জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সিটি কপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।