ফরিদপুরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কম দামে টিসিবির তেল, ডাল ও চিনি বিক্রি চলছে। জেলার ৭৭ হাজার ৬শর বেশি পরিবারের মধ্যে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।

২০ মার্চ থেকে সারাদেশে এক কোটি পরিবারের মধ্যে রমজান উপলক্ষে ৪৬০ টাকায় ২ কেজি তেল, ২ কেজি চিনি ও ২ কেজি ডালের প্যাকেজ বিক্রি করছে টিসিবি। বাজারে একটি প্যাকেজের এসব পণ্যের মূল্য সাতশ টাকারও বেশি। 

রমজানের আগে বাজার মূল্যের চেয়ে কম দামে এসব নিত্য পণ্য কিনতে পেরে খুশি নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ। এ ধরনের উদ্যোগ  চালু রাখা গেলে তারা আরও উপকৃত হবেন বলে জানান।

মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের দস্তরদিয়া গ্রামের কাঞ্চন বেগম জানান, তার পাঁচজনের পরিবারে রোজার আগে কমদামে এসব পণ্য কিনতে পেরে খুব উপকার হয়েছে। 

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায় জানান, জেলায় টিসিবির ৬২ জন ডিলারের মাধ্যমে ৭৭ হাজার ৬০৫টি পরিবারের ফ্যামিলি কার্ডে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। 

ফ্যামিলি কার্ডে একটি পরিবার একমাসের ব্যবধানে দুইটি কার্ডে দুইবার পণ্য কিনতে পারবেন। ৩০ মার্চ প্রথম দফার পণ্য বিক্রি শেষে রোজার মধ্যে দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডধারীদের এসব পণ্যের সঙ্গে অতিরিক্ত ২ কেজি ছোলা বিক্রি করা হবে।