খুলনা জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে অনির্দিষ্টকালের ট্যাংক-লরি ধর্মঘট আগামী শনিবার পর্যন্ত স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন।

বুধবার যথারীতি তারা নগরীর খালিশপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন করে খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের ১৫ জেলায় সরবরাহ করবে।

খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ও উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মঙ্গলবার রাতে খালিশপুরে গিয়ে ট্যাংক-লরি শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক নেতা মো. আল আমিনের ওপর হামলাকারীদেরকে শনিবারের মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়। 

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান জানান, প্রশাসনের আশ্বাসে আগামী শনিবার পর্যন্ত তারা ধর্মঘট স্থগিত করেছেন। শনিবারের মধ্যে আসামিরা গ্রেপ্তার না হলে আবার রোববার থেকে ধর্মঘট করা হবে। 

ট্যাংক-লরি শ্রমিকরা জানান, গত সোমবার ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক মো. আল আমিনকে কুপিয়ে আহত করে একদল দুর্বৃত্ত। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় তার ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে সোমবার রাতে ২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ১০/১২ জনকে আসামি করে খালিশপুর থানায় মামলা দায়ের করেন। কিন্তু আসামিরা কেউ এখনও ধরা পড়েনি। 

আসামিদের গ্রেপ্তাররে দাবিতে তারা মঙ্গলবার ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছিলেন।

খালিশপুর থানার ওসি মো. কামাল হোসেন জানান, তারা আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছেন।