- সারাদেশ
- নোয়াগাঁওয়ে হিন্দুপল্লিতে তাণ্ডব: প্রধান আসামি স্বাধীনসহ ৭২ জন কারাগারে
নোয়াগাঁওয়ে হিন্দুপল্লিতে তাণ্ডব: প্রধান আসামি স্বাধীনসহ ৭২ জন কারাগারে

সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ে তাণ্ডবের ঘটনায় দায়ের তিন মামলার প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীন মিয়াসহ ৭২ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার এক মামলার তদন্ত শেষে দেওয়া অভিযোগপত্রের ওপর শুনানির সময় অস্থায়ী জামিনপ্রাপ্ত ওই আসামিরা আদালতে হাজির হন। শুনানি শেষে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুর রহিম এই আদেশ দেন।
বিতর্কিত হেফাজত নেতা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় গত বছরের ১৭ মার্চ নোয়াগাঁওয়ের হিন্দুপল্লিতে হামলা চালায় দুর্বৃত্তরা। তারা ৮৮ বাড়ি লুটপাট ও ভাঙচুর করে। ক্ষতিগ্রস্ত হয় গ্রামের পাঁচটি পারিবারিক মন্দিরও। ওই ঘটনায় তিনটি মামলা হয়। এর মধ্যে একটি করেন তৎকালীন হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল। সেই মামলায় অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ। যার ওপর গতকাল শুনানি হয়েছে।
এদিকে, তিন মামলায় গ্রেপ্তার ও আদালতে স্বেচ্ছায় হাজির হওয়াসহ ১২৫ জনকে আইনের আওতায় আনা হয়েছে। তাদের মধ্যে প্রধান আসামি ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীন মিয়াসহ ৭২ আসামি অস্থায়ী জামিনে ছিলেন। অন্য ৫৩ জন স্থায়ী জামিনে আছেন।
মন্তব্য করুন