- সারাদেশ
- জামিন মেলেনি আশীষ রায় চৌধুরীর
জামিন মেলেনি আশীষ রায় চৌধুরীর

মাদক মামলায় গ্রেপ্তার ও অভিনেতা সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আশীষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীর জামিন আবেদন নাকচ করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম শান্তা আক্তার রোববার শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন আশিষ রায়ের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী সেলিম আশরাফ চৌধুরী। রাষ্ট্রপক্ষের জামিনের বিরোধীতা করেন স্পেশাল পিপি আজাদ রহমান।
১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর ঢাকার বনানী এলাকার আবেদিন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন চিত্র নায়ক সোহেল চৌধুরী। ওই হত্যা মামলায় আশীষ চৌধুরী চার্জশিটভুক্ত আসামি। আগামী ১৭ এপ্রিল সোহেল চৌধুরী হত্যা মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন