- সারাদেশ
- সোনাগাজীতে ঘোরাঘুরি করছিল ৮ রোহিঙ্গা
সোনাগাজীতে ঘোরাঘুরি করছিল ৮ রোহিঙ্গা

নোয়াখালীর ভাসানচর থেকে কক্সবাজার নেওয়ার কথা বলে কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর ইউনিয়নের নদীর উপকূলে আট রোহিঙ্গাকে রেখে পালিয়ে গেছে নৌকার মাঝি। সোমবার সকালে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের সওদাগরহাট এলাকায় ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা ওই আট রোহিঙ্গাকে আটক করেন। খবর পেয়ে বিকেলে পুলিশ তাদের উদ্ধার করে।
উদ্ধারকৃতরা হলো- রমজান আলীর ছেলে নুর মোহাম্মদ (১৫), হাফেজ আহম্মদের ছেলে মো. ছাদেক (১৪), মোহাম্মদ আলীর ছেলে মো. আফছার (১৭), আবুল হাসেমের ছেলে সৈয়দ কাসেম (২৫), সৈয়দ কাসেমের ছেলে মো. রিয়াজ (৭), জাফর উল্যাহর ছেলে রমজান আলী (১৬) এবং আবদুস শুক্কুরের ছেলে মো. ফারুক (১৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কয়েক দিন আগে স্বজনদের সঙ্গে দেখা করতে নোয়াখালীর ভাসানচরে আসে তারা। পরে কক্সবাজার যাওয়ার জন্য রুহুল আমিন মাঝি ও কাসেম মাঝির ট্রলার ভাড়া করে। কিন্তু মাঝিরা কক্সবাজারের কথা বলে তাদের মুসাপুর ইউনিয়নের নদীর উপকূলে রেখে গেছে। এর আগে মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। পাড়ে নেমে তারা হাঁটতে হাঁটতে সোনাগাজীতে এসে পড়ে।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার রোহিঙ্গাদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন