- সারাদেশ
- শিক্ষার্থীদের ওপর ধসে পড়ল স্কুলঘর
শিক্ষার্থীদের ওপর ধসে পড়ল স্কুলঘর

ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত টিনশেড স্কুলঘর ধসে পড়ে ৪ শিশুশিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পশ্চিম পাইকপাড়ায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। আহতরা হলো, সামিয়া (৭), হাবিবা (৭), মারিয়া (৮) ও নাজমুল (১২)। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সরকারিভাবে পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়টি টিনশেড ঘরে পাঠদানকরা হতো। টিনশেড ঘরটি জরাজীর্ণ হয়ে কয়েকমাস আগে স্কুলটির কার্যক্রম পাশে থাকা আধাপাকা ভবনে স্থানান্তরিত হয়। এরপর থেকে জরজীর্ণ টিনশেডের স্কুলটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
মঙ্গলবার দুপুরে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা পুরাতন স্কুলঘরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ঘরটি ভেঙে পড়ে। এতে ৪ জন শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতেদর জেলা সদর হাসপাতালের পাঠায়।
আহতদের স্বজনরা অভিযোগ করেন, পরিত্যক্ত এই ঘরটি ঝুঁকিপূর্ণ হওয়ার বিষয়টি বারবার সংশ্লিষ্টদের অবহিত করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। যার ফলে এই দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকারী সাইফুল ইসলাম জানান, আমার মেয়ে শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি স্কুলে পড়াশুনা করে। মেয়ের জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখি পরিত্যক্ত স্কুলঘর ধসে পড়ে কয়েকটি শিশু চাপা পড়েছে। এ সময় গুরুতর আহত একটি বাচ্চাকে উদ্ধার করি। পরে ফায়ার সার্ভিসের লোকেরা এসে উদ্ধার কাজ করে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস সামাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করে আহতদের হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম হাসপাতালে ছুটে যান এবং আহত শিশুদের চিকিৎসার খোঁজখবর নেন।
মন্তব্য করুন