সংবর্ধনা দেওয়া হয়েছে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া যশোরের মনিরামপুরের ছয় কৃতি শিক্ষার্থীকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মঙ্গলবার সংবর্ধনার আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. তন্ময় বিশ্বাস।

ওই ছয় শিক্ষার্থী হলেন— সামিয়া রশিদ সামি (ঢাকা মেডিকেল কলেজ), লামিসা জাহিন আনহা (রাজশাহী মেডিকেল কলেজ), শামিমা ইয়াসমিন তুলি (গোপালগঞ্জের শেখ সায়েরা মেডিকেল কলেজ), চৈতি সরকার (সিলেটের ওসমানী মেডিকেল কলেজ), ইমরান হোসেন (ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ) ও অভিষেক সরকার (যশোর মেডিকেল কলেজ)। 

এ সময় আরও উপস্থিত ছিলেন— স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু, ডা. আমিনুল বারী প্রমুখ।