- সারাদেশ
- টাকা পাওয়ার পর ৩ যুবককে ফেলে রাখা হয় জঙ্গলে
টাকা পাওয়ার পর ৩ যুবককে ফেলে রাখা হয় জঙ্গলে

প্রতীকী ছবি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর পাঁচলক্ষী এলাকায় সোমবার রাতে তিন যুবককে অপহরণ করা হয়। এর পর মোবাইল আর্থিক সেবা বিকাশে ২৫ হাজার টাকা আদায় করে অপহরণকারীরা। টাকা পাওয়ার পর তিন যুবককে ফেলে রাখা হয় জঙ্গলে। সেখানে তারা একে অপরের সহায়তায় বাঁধন খুলে মঙ্গলবার সকালে বাড়ি ফেরেন।
এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি অভিযোগ করা হয়েছে।
পুলিশ, এলাকাবাসী ও অপহৃত যুবকরা জানান, সোমবার রাতে সমাহার কারখানার শ্রমিক নয়ন হোসেনকে এগিয়ে দিতে যান তার দুই বন্ধু বায়জিদ ও সুমন হোসেন। যাওয়ার পথে ওইদিন রাত ৯টার দিকে পাঁচলক্ষী এলাকায় ৮ থেকে ১০ জনের একটি দল অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিয়ে যায়। পরে গজারি বনের ভেতরে নিয়ে মারধরের পর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।
খবর পেয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খানের নেতৃত্বে একদল পুলিশ রাতভর অভিযান চালান। কিন্তু পুলিশ অপরাধীদের ধরতে পারেনি। পুলিশের অভিযান চলাকালেই নয়নের পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা এবং একইভাবে বায়জিদ ও সুমনের পরিবারের কাছ থেকে ১০ হাজার করে ২০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে অপহরণকারীরা।
এমনকি থানার ওসি এক অপহৃতের বাবা সেজে মোবাইল ফোনে অপরাধীদের সঙ্গে কথা বললেও মুক্তিপণের টাকা কম নেয়নি তারা।
স্থানীয় কাউন্সিলর সাইফুল ইসলাম জানান, তাদের তিনজনকে অপরহণের খবর পেয়ে পুলিশসহ আমরা ওই এলাকায় অভিযান চালাই। অভিযান চলাকালেই পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের পর অপহৃতদের জঙ্গলের ভেতরে হাত পা বেঁধে ফেলে রাখা হয়। সকালের দিকে একে অপরের সহযোগিতায় বাঁধন খুলে তারা বাসায় ফেরে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, খবর পেয়ে পাঁচলক্ষী এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। সেটি ছিনতাই নয় বিকাশের মাধ্যমে তাদের কিছু টাকা নিয়েছে। এ ছাড়া এসব অপরাধীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন