- সারাদেশ
- লালপুরে জমি নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
লালপুরে জমি নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

নাটোরের লালপুরে জমিজমা নিয়ে দ্বন্দ্বে মেজ ভাইয়ের হাতে সাজেদুর রহমান নামের আপন বড় ভাই খুন হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজেদুর ডাঙ্গাপাড়া গ্রামের মৃত তাছের উদ্দীনের ছেলে।
নিহতের ছেলে মতিয়ার রহমান জানান, তার বাবার সঙ্গে মেজ চাচা আব্দুর রাজ্জাকের ১৯ কাঠা জমির ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে তার চাচা আব্দুর রাজ্জাক ও চাচাতো ভাইয়েরা তার বাবাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে সাজেদুর রহমান জ্ঞান হারিয়ে ফেলেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় নিয়ে আসা হয়েছে।
মন্তব্য করুন